ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের নাগরিকদের ওপর ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে সরকার।
আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের একজন সরকারি কর্মকর্তা এক টুইটে লিখেছেন, ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ। তার পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ আছে এবং ইসরায়েলের প্রতি বাংলাদেশের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন করেনি।
এ ভুল ধারণা তৈরি হয়েছে কারণ, সম্প্রতি বাংলাদেশ ই-পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা–সংক্রান্ত বাক্যটি বাদ দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা করছে বাংলাদেশ।
জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, দুই রাষ্ট্র নীতির প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত।