ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক সালাম

অধ্যাপক শেখ আব্দুস সালাম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আব্দুস সালাম। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন।

আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শেখ আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়টির বিদায়ী উপাচার্য হারুন-উর-রশিদ আসকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক আসকারীর মেয়াদ গত মাসে শেষ হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন উপাচার্যকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।