ইয়াবা উদ্ধারের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ইয়াবা
ফাইল ছবি

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের একটি মামলায় বেলাল হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি আবু জাফর প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। আসামি এত দিন জামিনে থাকলেও রায় ঘোষণাকালে আদালতে অনুপস্থিত ছিলেন।

বেলাল হোসেন লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া বাগিচার পাড়ার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১০ নভেম্বর নগরের কোতোয়ালি মোড়ে একটি বাসায় অভিযান চালিয়ে বেলালের কাছ থেকে ১৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা কোতোয়ালি থানায় মামলা করেন।

২০২০ সালের ২ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পাঁচজনের সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ এ রায় দেন।