ইয়াবা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত তিন আসামিকে ১০ বছরের সাজার সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছর করে আদালত কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা হলেন কামরুল হায়দার, ওসমান রাসেল ও কামরুল হক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে একটি মোটরসাইকেল থামিয়ে আসামিদের দেহ তল্লাশি করে র‌্যাব। এ সময় আসামিদের কাছ থেকে ১৭ হাজার ৬৫২টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭–এর উপসহকারী পরিচালক (ডিএডি) হারুনুর রশিদ ডবলমুরিং থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ গঠনের পর আটজন আদালতে সাক্ষ্য দেন।