চূড়ান্তভাবে আমার কাছে মনে হচ্ছে, ওয়াশিংটন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের স্বার্থরক্ষার জন্য তাদের আর বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকার দরকার নেই। তারা আরও জোরালোভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এটা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের জন্য ভালো বিষয় নয়।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য খারাপও হতে পারে। বাইডেন প্রশাসন যদি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা কমিয়ে আরও বৈরী অবস্থান নেয়, তাহলে তা ঢাকাকে বেইজিংয়ের বলয়ে ঠেলে দিতে পারে। ইতিমধ্যে অবকাঠামো খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের ওপর প্রভাব বাড়িয়েছে বেইজিং।