এফএনবির নতুন চেয়ার হলেন এস এন কৈরী

ব্র্যাকের গ্রুপ চিফ ফাইন্যান্স অফিসার এবং দ্য ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি) ভাইস চেয়ার এস এন কৈরী তিন বছরের জন্য ফেডারেশনের চেয়ার নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তাঁকে নির্বাচিত করেছে নবনির্বাচিত জাতীয় কার্যনির্বাহী বোর্ড।
ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন ভাইস চেয়ার এবং আশার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফয়জার রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি