এসির দরদাম

ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠছে দৈনন্দিন জীবন। রেহাই পেতে ঘরে আনতে চাচ্ছেন এসি। কিন্তু কোন এসি কিনবেন, দরদামই-বা কেমন,Ñএ নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। আসুন জেনে নিই বিভিন্ন ব্র্যান্ডের এসির দরদাম এবং এর সুযোগ-সুবিধার কথা।

সিঙ্গার

দেশের বাজারে সিঙ্গারের রয়েছে তিন ধরনের এসি—স্ট্যান্ডার্ড, ইনভার্টার ও সেমি কমার্শিয়াল সিরিজ। স্ট্যান্ডার্ডে রয়েছে এক টন, দেড় টন ও দুই টনের এসি, যেগুলো কেনা যাবে ৩৯ হাজার ৯৯০ থেকে সর্বোচ্চ ৬৯ হাজার ৯৯০ টাকায়। অন্যদিকে ইনভার্টার সিরিজে রয়েছে তিনটি মডেলের এক টন, দেড় টন ও দুই টনের এসি, যেগুলোর মূল্য ৪৩ হাজার ৯০৩ টাকা থেকে ৭৮ হাজার ২৫১ টাকা। সিঙ্গারের সব এসিতেই থাকছে তিন বছরের ওয়ারেন্টি ও ফ্রি ইনস্টলেশন সুবিধা।

ট্রান্সটেক

ট্রান্সকম ডিজিটালে রয়েছে ট্রান্সটেক ব্র্যান্ডের এসি। বর্তমানে ট্রান্সটেকের ৪২ হাজার ২০০ টাকার এক টনের এসি ৩ হাজার ৩৭৬ টাকা মূল্যছাড়ে ৩৮ হাজার ৮২৪ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেড় ও দুই টনের এসির দাম যথাক্রমে ৭১ হাজার ৫০০ ও ৫৫ হাজার টাকা। ২৭টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রান্সটেক এসি কেনার সুযোগ রয়েছে। এ ছাড়া ৬ থেকে ৩৬ মাসের কিস্তিতে রয়েছে কেনার সুযোগ। ছয় মাসের কিস্তির ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। ট্রান্সটেক ছাড়াও ওয়ার্লপুল, প্যানাসনিক, হিটাচি ব্র্যান্ডের এসি পাওয়া যায় ট্রান্সকম ডিজিটালে।

ভিশন

ভিশনসহ বাজারের বেশির ভাগ এসিতে কিস্তি, ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনার এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে। ভিশনের এসিতে কমপ্রেসারের তিন বছরে ওয়ারেন্টি এবং আজীবন ফ্রি সার্ভিস সুবিধা পাবেন ক্রেতারা। ভিশনের এসিগুলোর দাম ৩৫ হাজার থেকে ১ লাখ ৬২ হাজার টাকার মধ্যে।

ওয়ালটন

দেশিয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন এখন বেশ জনপ্রিয়। সাধ এবং সাধ্যের মধ্যে ওয়ালটন এসি ঘরে আনা যায় খুব সহজেই। বর্তমানে ওয়ালটনের রয়েছে ব্যাপক বিদ্যুৎ-সাশ্রয়ী ইনভার্না, ওশেনাস, ক্রিস্টালাইন, ডায়মন্ড এবং রিভারাইন সিরিজের বিভিন্ন মডেলের এক, দেড় এবং দুই টনের স্প্লিট এসি।

ওয়ালটনের এক টনের নন-ইনভার্টার এসির দাম শুরু ৪১ হাজার ৯০০ টাকা থেকে আর ইনভার্টার এসি ৪৬ হাজার ৮০০ টাকা থেকে।

দেড় টনের নন-ইনভার্টার এবং ইনভার্টার এসির দাম শুরু যথাক্রমে ৫৪ হাজার ৯০০ টাকা এবং ৬৩ হাজার ৫০০ টাকা থেকে।

ওয়ালটনের দুই টনের নন-ইনভার্টার এবং ইনভার্টার এসির দাম শুরু যথাক্রমে ৬৯ হাজার ৯০০ টাকা এবং ৮০ হাজার ২০০ টাকা থেকে।

স্যামসাং

১০ বছরের কমপ্রেসার ওয়ারেন্টি নিয়ে ইনভার্টার এসি বাজারে এনেছে স্যামসাং। ৬৮ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে এই এসিগুলো। বিশেষ মূল্যছাড়ও রয়েছে স্যামসাং শোরুম ও অনলাইন শপে। ডিজিটাল ইনভার্টার এসিগুলো পাওয়া যাচ্ছে ৬৬ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকার মধ্যে। নন–ইনভার্টার এসিগুলো পাওয়া যাচ্ছে ৫৬ হাজার ৯০০ থেকে ৮৬ হাজার ৯০০ টাকার মধ্যে। ডিজিটাল ইনভার্টার কমপ্রেসারে ১০ বছর এবং নন–ইনভার্টার কমপ্রেসারের সঙ্গে রয়েছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

এলজি

বাজারে সর্বাধুনিক প্রযুক্তির ইনভার্টার এসি নিয়ে এসেছে এলজি। ইনভার্টার এসিগুলো মূলত বিদ্যুৎ–সাশ্রয়ী হয়ে থাকে। এলজির এক টন এসির দাম ৬২ হাজার ৮০০ টাকা। ইনভার্টার এক টন ৭০ হাজার ৫০০, দেড় টন ৮৮ হাজার এবং দুই টন এসির দাম ৯৯ হাজার ৯০০ টাকা। এলজি ডুয়েল ইনভার্টার প্রযুক্তির এসি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ–সাশ্রয়ী। এ ছাড়া এসিগুলোর বিশেষ সুবিধা হিসেবে রয়েছে ওয়াইফাই ও মশারোধক-ব্যবস্থা। এসিগুলোর কমপ্রেসারের ১০ বছর ওয়ারেন্টিসহ রয়েছে এক বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। ক্রেতাদের জন্য কিস্তিতে কেনার সুবিধাও দিচ্ছে এলজি।

যমুনা

যমুনা কোম্পানি নিয়ে এসেছে নিজেদের এক টন এসিতে ইনভার্টার এসি। যমুনা এক টন ইনভার্টার এসির দাম ৪৫ হাজার ৮০০ টাকা, দেড় টন ৫২ হাজার ৮০০ টাকা। দুই টন ইনভার্টার এসির দাম ৭৭ হাজার ৮০০ টাকা এবং দুই টন নন-ইনভার্টার এসির দাম ৬৮ হাজার টাকা।