ওয়ালটন এসিতে বিশেষ অফার

বাংলাদেশের এসির বাজারে অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন এসির প্রধান বৈশিষ্ট্য ব্যাপক বিদ্যুৎ-সাশ্রয়ী, অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন, সাশ্রয়ী দাম, সর্বোচ্চ গুণগত মান, গ্যারান্টি ও ওয়ারেন্টি এবং দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা। এসব কারণে ক্রেতাদের কাছে দারুণ জনপ্রিয় ওয়ালটন এসি। আন্তর্জাতিক মানের ওয়ালটন এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

মডেল ও দাম

বর্তমানে ওয়ালটনের রয়েছে ইনভার্না, ওশেনাস, ক্রিস্টালাইন, ডায়মন্ড ও রিভারাইন সিরিজের বিভিন্ন মডেলের এক, দেড় ও দুই টনের স্প্লিট এসি।

ওয়ালটনের এক টনের নন-ইনভার্টার এসির দাম শুরু ৪১ হাজার ৯০০ টাকা থেকে। আর এক টনের ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে ৪৬ হাজার ৮০০ টাকা থেকে। দেড় টনের নন-ইনভার্টার এবং ইনভার্টার এসির দাম শুরু যথাক্রমে ৫৪ হাজার ৯০০ ও ৬৩ হাজার ৫০০ টাকা থেকে। ওয়ালটনের দুই টনের নন-ইনভার্টার এবং ইনভার্টার এসির দাম শুরু যথাক্রমে ৬৯ হাজার ৯০০ ও ৮০ হাজার ২০০ টাকা থেকে।

এ ছাড়া মাঝারি ও বড় স্থাপনা, যেমন স্কুল-কলেজ, হাসপাতাল, রেস্টুরেন্ট, মসজিদ, কমিউনিটি সেন্টার, অফিস, কারখানা ইত্যাদির জন্য ওয়ালটনের রয়েছে কমার্শিয়াল এসি, ভিআরএফ এবং চিলার।

ওয়ালটন ৫.৫ স্টার অ্যানার্জি রেটিং এসি

বাংলাদেশে একমাত্র ওয়ালটনেরই রয়েছে বিএসটিআই সার্টিফায়েড ৫ দশমিক ৫ স্টার অ্যানার্জি রেটিং এসি। যা উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ-সাশ্রয়ী এসি। বুয়েটের পরীক্ষায় দেখা গেছে, ইনভার্না সিরিজের এক টনের আল্ট্রাসেভার এই এসিতে ঘণ্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২ দশমিক ১৯ টাকা। এ ছাড়া ওয়ালটনের সুপারসেভার এসিতে ঘণ্টায় বিদ্যুৎ খরচ ২ দশমিক ৮৮ টাকা।

ওয়ালটন বাংলা ও ইংরেজি ভয়েস কন্ট্রোল এসি

ওয়ালটনের রয়েছে বাংলা ও ইংরেজি ভয়েস কন্ট্রোল এসি। রিমোট ব্যবহার ছাড়াই বাংলায় কথা বলে ওয়ালটনের এই এসি চালু বা বন্ধসহ নানা কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বে প্রথম এ প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে ওয়ালটন।

গ্যারান্টি-ওয়ারেন্টি

ওয়ালটন এসিতে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা। ইনভার্টার এসির কমপ্রেসরে ওয়ালটন দিচ্ছে ১০ বছরের ওয়ারেন্টি। রয়েছে ফ্রি ইন্সটলেশন সুবিধাও।

বিক্রয়োত্তর সেবা

আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৭৭টি সার্ভিস সেন্টারের পাশাপাশি সাড়ে চার শতাধিক সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী এসির গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী ও টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

বিশেষ অফার

ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৫-এর আওতায় ঈদ উৎসবে ওয়ালটন এসি কিনে গ্রাহকেরা পেতে পারেন ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। রয়েছে কোটি কোটি টাকার ওয়ালটন পণ্য ফ্রি। নগদ মূল্যের পাশাপাশি ওয়ালটন এসি কিস্তি এবং ইএমআই সুবিধায় কেনার সুযোগ রয়েছে। যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসির বদলে ওয়ালটনের নতুন মডেলের এসি কেনায় আছে ২৫ শতাংশ ছাড়।

উল্লেখ্য, ওয়ালটন এসির কমপ্রেসরে ব্যবহৃত হচ্ছে এইচএফসি ও সিএফসিমুক্ত বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-৪১০এ এবং আর-৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড, ডুয়েল ডিফেন্ডার ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাস ধুলা–ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। ওয়ালটন এসির ইভাপোরেটর ও কনডেনসারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী। এ ছাড়া ওয়ালটন স্মার্ট এসি বিশ্বের যেকোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে মুঠোফোনে নিয়ন্ত্রণ করা যায়।