কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশ্বাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষাকেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ঝাউ মিংডং। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) উদ্যোগে মতবিনিময় সভা হয়। এতে আইআইইআর-এর পরিচালক অধ্যাপক মেহের আলী সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ঝাউ মিংডং এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রাক্তন দোভাষী আহমেদ মুগনী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমেত জেরিন সভাটি সঞ্চালনা করেন। সভায় ঝাউ মিংডং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য বিনিময়ের লক্ষ্য নিয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘আমরা যদি অল্প সময়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারি তাহলে চীনা ভাষা শিক্ষাসহ তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চীনে উচ্চতর গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন একাডেমিক সুবিধা লাভের সুযোগ পাবেন।’