কন্যাশিশুদের বাল্যবিবাহ ও স্কুলে না ফেরার ঘটনায় এমজেএফের উদ্বেগ

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

করোনা মহামারির মধ্যে প্রায় দেড় বছর পর স্কুল খোলায় বিভিন্ন শ্রেণিতে কন্যাশিশুদের উপস্থিতি কমে গেছে। অনেক ছাত্রী বাল্যবিবাহের শিকার হওয়ার খবর আসছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। তারা বলেছে, বাল্যবিবাহের এই হার খুবই বিপজ্জনক।

বৃহস্পতিবার এমজেএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বাগেরহাট ও রাজশাহীতে বিপুলসংখ্যক বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের এই হার অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

এমজেএফ মনে করে, বাল্যবিবাহ বন্ধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচিগুলোর একটি। তাই এই বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ নেবে।

পাশাপাশি বাল্যবিবাহ যাঁরা নিবন্ধন করেছেন, সেই নিবন্ধকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এমজেএফ। এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিকে সক্রিয় করা এবং অভিভাবকদের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।