কমিশনার আরিফুলকে রিমান্ডের আবেদন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৫৩ ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সিআইডি আরিফুলকে গ্রেপ্তার দেখিয়ে এ আবেদন করে। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন। এর আগে এই মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর এবং জঙ্গি আবদুস সালামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ দলের ২২ জন নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়।