করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন চলবে সোমবার পর্যন্ত

পাবনা পুলিশ লাইনস হাসপাতালে টিকা নিতে আসা মানুষের দীর্ঘ সারি
ছবি: প্রথম আলো

করোনার টিকার বিশেষ ক্যাম্পেইনের সময় আরও দুই দিন বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ধিত সময় অনুযায়ী এই ক্যাম্পইন চলবে আগামী সোমবার পর্যন্ত।

আজ শনিবার বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা।

সারা দেশের টিকাদান কেন্দ্রে আজ করোনার টিকা নিতে আসা মানুষের ভিড় ছিল ব্যাপক। কোনো কোনো কেন্দ্রে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ এসেছে। কিছু কেন্দ্রে ভিড়ের কারণে বিশৃঙ্খলার খবরও এসেছে অধিদপ্তরে। বেশি ভিড় দেখা গেছে শ্রমিক অধ্যুষিত এলাকায়।

মীরজাদী সেব্রিনা বলেন, ‘এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার অনেকটাই পূরণ হয়েছে। আমি বলব, কর্মসূচি সফল হয়েছে। টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে পারব।’

শনিবার সকাল থেকে সারা দেশে ২৮ হাজার বুথে করোনার টিকা দেওয়া হয়েছে। এ কাজে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মী ছাড়াও বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী যুক্ত ছিলেন। মোট ১ লাখ ৪২ হাজার মানুষ টিকার কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।