করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় মাঠপর্যায়ে জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে এ কমিটি হবে। জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি, চিকিৎসাবিষয়ক পরামর্শ ও সহায়তা, করোনার টিকা নিতে উদ্বুদ্ধকরণ এবং সহায়তা দেওয়ার জন্য কাজ করবে এই কমিটি।
আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতারা, স্বাস্থ্য, যুব, কৃষি, আনসার ভিডিপির মাঠপর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, হাটবাজার সমিতির নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত হবেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি ছিলেন। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও যুক্ত ছিলেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, তথ্যসচিব মো. মকবুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।