কর্ণফুলীর তীর থেকে ছয়টি ডকইয়ার্ড উচ্ছেদ

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় কর্ণফুলী নদীতীরে বন্দরের মালিকানাধীন জায়গা থেকে ছয়টি ছোট-বড় ডকইয়ার্ড উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম বন্দরের অনুমোদন ছাড়াই এসব ডকইয়ার্ড গড়ে তোলা হয়। গতকাল রোববার সকালে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

ছয়টি ডকইয়ার্ডের মধ্যে রয়েছে বীকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জলিল গ্রুপ, কন্টিনেন্টাল এন্টারপ্রাইজ, কো-অপারেটর ও মেরিন টাগ বোট। অপর একটি ডকইয়ার্ডের কোনো নাম ছিল না। এসব ডকইয়ার্ডে জলযান ‘বার্জ’ নির্মাণ ও মেরামত করা হতো।

চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন প্রথম আলোকে বলেন, এর আগে ইয়ার্ডের মালিকদের জরিমানা করা হয়। তাদের উচ্ছেদ নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু স্থাপনা সরায়নি। এ কারণে ছয়টি ডকইয়ার্ড উচ্ছেদ করা হয়েছে।

নদীতীর দখল করে ইস্পাতের অবকাঠামো দিয়ে এসব ডকইয়ার্ড গড়ে তোলা হয়।