কর্মশালা

মুন্সিগঞ্জে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে ৬০তম গভর্নমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরাম (ক্রয় সংলাপ ফোরাম) অনুষ্ঠিত হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২-এর আওতায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সচিব মো. ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইএমই বিভাগের সিপিটিইউয়ের মহাপরিচালক মো. ফারুক হোসেন।