কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শর্ট ফিল্ম আন্তর্জাতিক পরিসরে

১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় গ্রন্থাগার, জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত
১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় গ্রন্থাগার, জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচালনায় তৈরি করা একটি শর্ট ফিল্ম ‘ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ (আইএসআইএফএফ) এ স্ক্রিনিংয়ের জন্য মনোনীত হয়েছে।

১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় গ্রন্থাগার, জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এ উৎসবে মনোনীত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ জিহাদের ছবিটি।

ইশতিয়াক আহমেদের শর্ট ফিল্ম ‘লাস কন্সিকুয়েন্সিয়াস’ এবার ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিংয়ের জন্য মনোনীত হয়েছে। ছবি: সংগৃহীত
ইশতিয়াক আহমেদের শর্ট ফিল্ম ‘লাস কন্সিকুয়েন্সিয়াস’ এবার ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিংয়ের জন্য মনোনীত হয়েছে। ছবি: সংগৃহীত

ইশতিয়াক আহমেদের পরিচালনায় তৈরি শর্ট ফিল্মটির নাম ‘লাস কন্সিকুয়েন্সিয়াস’ (LAS CONSECUENCIAS)। এই শর্ট ফিল্মটি এর আগে ইংল্যান্ডের একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। এ ছাড়া ইশতিয়াক আহমেদ RUIDO এবং GOD GIFT নামের দুটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন।

এ উৎসবটি পুরো উপমহাদেশের শর্ট ফিল্মগুলোর প্রথম আন্তর্জাতিক উৎসব হিসেবে ১৯৮৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করেছিল। বিশিষ্ট এবং তরুণ উভয় চলচ্চিত্র নির্মাতাই ইউরোপ, এশিয়া ও আমেরিকা থেকে পূর্বের ১৩টি সংস্করণে অংশ নিয়েছিলেন। সর্বশেষ উৎসবে ৬০ দেশের মোট ৩০০ চলচ্চিত্র অংশ নিয়েছিল। উৎসবটি এখন বিশ্বজুড়ে নির্মিত সর্বশেষ স্বল্প ও স্বতন্ত্র ছায়াছবির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।