কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে কানাডা-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলসছবি: সংগৃহীত

কানাডা-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জাননো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কানাডা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ, এ জার্নি অব ফিফটি ইয়ার্স’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আবদুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কমকর্তা তারেক রিয়াজ খান, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের জ্যেষ্ঠ উপদেষ্টা এইচ এম জহিরুল হকসহ শিক্ষক–শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।