কামরুন নাহার ডানা ট্রেনে চড়তে ভালোবাসেন, মেয়ে স্কুটিতে

কামরুন নাহার ডানার সঙ্গে তাঁর মেয়ে ফারাহ তাহসিন। ছবি: অধুনা
কামরুন নাহার ডানার সঙ্গে তাঁর মেয়ে ফারাহ তাহসিন। ছবি: অধুনা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক। বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা। তাঁর মেয়ে ফারাহ তাহসিন বিবিএ শেষ করেছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজ জানব এই দুই প্রজন্মের ভালো লাগা মন্দ লাগার কথা।
১. পছন্দের পোশাক...
কামরুন নাহার ডানা: শাড়ি।
মেয়ে: পাশ্চাত্য ঢঙের পোশাক পছন্দ। আবার শাড়িও ভালো লাগে।

২. সকালে কখন ঘুম থেকে ওঠেন?
কামরুন নাহার ডানা: সকাল ছয়টার মধ্যে উঠে পড়ি।
মেয়ে: কাজ না থাকলে নয়টা বা ১০টার দিকে উঠি।

৩. রেগে গেলে কী করেন?

কামরুন নাহার ডানা: বেশি রাগলে কেনাকাটা করি।

মেয়ে: চিৎকার করি, কান্না চলে আসে। আজকাল রেগে গেলে টিভি দেখি।

৪. টেলিভিশনে কোন অনুষ্ঠান বেশি দেখেন?

কামরুন নাহার ডানা: খবর বা খেলার কোনো অনুষ্ঠান বেশি দেখা হয়।

মেয়ে: যেকোনো রিয়েলিটি শো অথবা রান্নার অনুষ্ঠান।

৫. অবসর কাটে কীভাবে?

কামরুন নাহার ডানা: অবসর পেলেই সন্তানদের নিয়ে ঘুরতে যাই।

মেয়ে: গল্পের বই পড়ি, গান শুনি আর ফেসবুক তো আছেই।

৬. কোথায় ঘুরতে বেশি পছন্দ করেন?

কামরুন নাহার ডানা: দেশে হলে রাঙামাটি আর বিদেশে সুইজারল্যান্ড ও কানাডা।

মেয়ে: দেশের মধ্যে সেন্ট মার্টিন আর বিদেশে দার্জিলিং।

৭. চড়তে ভালোবাসি যে যানবাহনে...

কামরুন নাহার ডানা: ট্রেন আর জাহাজ।

মেয়ে: রিকশা ও স্কুটি আমার বেশি পছন্দ

৮. প্রিয় লেখক কে?

কামরুন নাহার ডানা: রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র।

মেয়ে: হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবাল।

সাক্ষাৎকার: অধুনা প্রতিবেদক