কিছু র‍্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত গর্হিত কাজ: প্রধানমন্ত্রী

র‍্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো কারণ ছাড়াই র‍্যাবের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত গর্হিত কাজ।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।

আজ সোমবার সকালে রাজধানীর র‍্যাব সদর দপ্তরের লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) অপরাধীদের রক্ষা করে ও তাদের দেশে আশ্রয় দেয় এবং কোনো ধরনের অপরাধ ছাড়াই আমাদের দেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এটাই তাদের চরিত্র। কাজেই তাদের ব্যাপারে এ ছাড়া আমি আর কী বলতে পারি।’

দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‍্যাবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।