কিশোরগঞ্জে রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা

কিশোরগঞ্জ জেলা সদরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে অবমাননার ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভৈরব ও কুলিয়ারচর থানায় দুটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ভৈরব থানায় মামলাটি করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিন। অপর মামলাটি করেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। মামলায় নির্দিষ্ট কারও নামোল্লেখ করে কাউকে আসামি করা হয়নি।দুটি মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে গত রোববার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা সদরে ষড়যন্ত্রকারীদের একটি দল রাষ্ট্রপতি জিল্লুুর রহমানের বিরুদ্ধে আপত্তিকর, হিংসাত্মক ও রাষ্ট্র-বিরোধী স্লোগান দেয়। একই সঙ্গে তারা রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করে। ষড়যন্ত্রকারীদের ঘৃণ্য অপরাধজনক ওই ঘটনার খবর দেশের অনেক সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। ওই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রদ্রোহের কাজ করেছে।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সালাহ উদ্দিন তালুকদার বলেন, অভিযোগটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।মামলার আগে ভৈরবের সর্বস্তরের মানুষ ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তারা রাষ্ট্রপতিকে অবমাননার ঘটনার সঙ্গে জড়িতদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন শুরু হবে বলে তাঁরা ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে: মঙ্গলবার ভৈরবে আধাবেলা হরতাল, বুধবার থেকে লাগাতার ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কিশোরগঞ্জ রেলপথ ও নৌপথ অবরোধ। সমাবেশে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, অধ্যক্ষ আবদুর রশিদ, পৌর মেয়র ফখরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, যুবলীগ সভাপতি ওমর ফারুক, ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান প্রমুখ।কুলিয়ারচরে প্রতিবাদ মিছিলরাষ্ট্রপতিকে অবমাননার ঘটনায় কুলিয়ারচর উপজেলায় প্রতিবাদ মিছিল হয়েছে। বিকেলে মিছিলটি কুলিয়ারচর কোল্ডস্টোরেজ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে স্থানীয় শহীদ সেলিম স্মৃতি সংসদ চত্বরে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা ভৈরববাসীর আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন, পৌর কাউন্সিলর মুর্শিদ উদ্দিন, উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, গিয়াস উদ্দিন, কায়কোবাদ প্রমুখ।কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার দাবিআমাদের নিজস্ব প্রতিবেদক (কিশোরগঞ্জ) জানান, কিশোরগঞ্জ জেলার অখণ্ডতা রক্ষার দাবিতে জেলার বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন গতকাল কর্মবিরতি পালন করেছে। একই দাবিতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম।জেলার বিভিন্ন উপজেলার কয়েক শ রাজমিস্ত্রি, মিস্ত্রির সহকারী ও শ্রমিকের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।