কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডাব গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পাসপোর্ট আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আলম মিয়া ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট সাদিয়ালকাটি গ্রামের দুখু মিয়ার ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৬/৫ এস থেকে বাংলাদেশের ভেতরে ২০০ গজের মধ্যে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আলম মিয়া। পরে সীমান্তে টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। জিজ্ঞাসাবাদের পর রাত ১২টার দিকে অনুপ্রবেশের অপরাধে আলম মিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে ফুলবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, অনুপ্রবেশের অপরাধে ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।