কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী

জাতীয় সংসদ
ফাইল ছবি

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। এ সংকট উত্তরণে উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। আজ সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে ধানের চারা রোপণ এবং ধান কাটার সময় কৃষিশ্রমিকের সংকট চরম আকার ধারণ করে। এ সংকট উত্তরণে সরকার সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে হাওর ও উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৫০ শতাংশ উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ৫ বছরে ৫১ হাজার ৩০০টি উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, সরকার সারে মূল্য হ্রাস করে নামমাত্র মূল্যে সরবরাহ করার জন্য ২০২০-২১ অর্থবছরে ৭ হাজার ৪২০ দশমিক ৫৫ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তবে কৃষিকাজে ব্যবহৃত প্রয়োজনীয় কীটনাশক নামমাত্র মূল্যে সরবরাহের কোনো পরিকল্পনা সরকারের নেই।

সরকারি দলের সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যাত্রী পরিবহনের জন্য ২১টি উড়োজাহাজ আছে। এর মধ্যে ১৮টি বিমান নিজস্ব এবং ৩টি লিজকৃত। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানবহরের জন্য মোট ১৫টি নতুন উড়োজাহাজ কেনা হয়েছে।