কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্দ ডাকপাড়া এলাকার রাসায়নিক গুদামে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামটি পুরোপুরি ধসে পড়েছে। আশপাশের ৮-১০টি বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আধা ঘণ্টার চেষ্টায় বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আবাসিক এলাকায় গড়ে তোলা রাসায়নিক গুদামটি পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ী মারুফ হোসেনের বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। ৭০-৮০ গজ জায়গাজুড়ে একই মালিকের দুটি গুদাম রয়েছে। এর মধ্যে একটি পুরোপুরি ধসে পড়েছে এবং অপরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ দুপুরে বিকট শব্দে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটলে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। বিস্ফোরণে আধা পাকা গুদামের টিনের চাল উড়ে গেছে, দেয়াল সম্পূর্ণ ধসে গেছে। গুদামের স্থানটিতে গর্তের মতো সৃষ্টি হয়েছে। বিস্ফোরণে গুদামের আশপাশে থাকা ৮-১০টি বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।