খসড়া চিকিৎসাসেবা আইন নিয়ে বিএমএর সভা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষা চায় চিকিৎসাসেবা আইনে।
গতকাল বৃহস্পতিবার ‘খসড়া চিকিৎসাসেবা আইন ২০১৬’ নিয়ে যৌথ মতবিনিময় সভায় বিএমএর নেতারা এই সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেন। বিএমএ সূত্র এ কথা জানিয়েছে।
রাজধানীর তোপখানার বিএমএ মিলনায়তনে এ মতবিনিময় সভায় সারা দেশের বিএমএর সাংগঠনিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএমএর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরীসহ একাধিক সাবেক মহাসচিব উপস্থিত ছিলেন।
সভায় চিকিৎসক নেতারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি করা খসড়া ‘চিকিৎসাসেবা আইন-২০১৬’ নিয়ে আলোচনা করেন। তাঁরা বেশ কিছু ধারার পরিবর্তন চেয়েছেন, কিছু ধারা বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে গতকালের সভায় কোনো কিছু চূড়ান্ত হয়নি।
সভায় উপস্থিত বিএমএর একজন সদস্য পরে প্রথম আলোকে বলেন, প্রতিনিধিরা তাঁদের মতামত দিয়েছেন। এরপর বিএমএর কাউন্সিল সভায় খসড়া আইন নিয়ে আলোচনা হবে এবং সেই সভায় আইনের কোন ধারায় কী পরিবর্তন বিএমএ চায়, তা চূড়ান্ত হবে। এরপর চূড়ান্ত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হবে।
এর আগে এই খসড়া আইন নিয়ে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পৃথক দুটি সভা করেছে।