গান-আবৃত্তি-অভিনয়ে প্রবীণদের ঈদ পুনর্মিলনী
দেশের বিভিন্ন স্থানের প্রবীণ সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম। গত ৪ জুন রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এম মুখলেসুর রহমান। সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজী আসাদ ও ফেরদৌসী মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কূটনীতিক আবদুল্লাহ আল হাসান, অবসরপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আর আই সরকার, সাবেক ব্যাংকার ইউসুফ খান, ফোরামের সহসভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের প্রবীণ নাগরিকদের সংঘবদ্ধ করতে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের কার্যক্রম বিস্তৃত করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে প্রবীণদের অংশগ্রহণ এবং সমাজে তাঁদের সম্মানজনক অবস্থান সৃষ্টিতে কর্মসূচি গ্রহণের জন্য ফোরামের নেতাদের প্রতি আহ্বান জানান।
পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ফোরামের প্রবীণ সদস্যরা। সংগীত, আবৃত্তি, অভিনয়, কৌতুকসহ কর্মময় জীবনের স্মৃতিচারণের মধ্য দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হয়।