গাড়িচালক মালেককে বরখাস্ত করা হবে: স্বাস্থ্যসচিব
গ্রেপ্তার হওয়ার পর অঢেল সম্পত্তির সন্ধান মেলা স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেককে সাময়িক বরখাস্ত করা হবে। এটা করবে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে মালেকের মতো আরও যারা আছে তাদের বিষয়েও অনুসন্ধান চলছে।
কথাগুলো বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। আজ সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদল। সুনির্দিষ্ট কিছু অভিযোগের তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় তাঁর দুটি সাততলা ভবন, নির্মাণাধীন একটি দশ তলা ভবন, জমি, গরুর খামার খুঁজে পেয়েছে। র্যাব-১ গত রোববার বেলা ৩ টার দিকে আবদুল মালেককে তুরাগের বামনারটেক এলাকার একটি সাততলা ভবন থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ জাল বাংলাদেশি টাকা, একটি ল্যাপটপ ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
সেই গাড়িচালক মালেককে নিয়ে প্রশ্ন করা হলে আজ স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, ‘বিদ্যমান আইনে তাঁর (মালেকের) ছাড় পাওয়ার সুযোগ নেই। অবশ্যই এখন তিনি সাময়িকভাবে বরখাস্ত হবেন। আর তাঁকে বরখাস্ত করার এখতিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের। কারণ স্বাস্থ্য অধিদপ্তরই তাঁর নিয়োগকারী কর্তৃপক্ষ। মালেকের মতো এ রকম আরও যারা আছেন তাদের বিষয়েও অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই।’
করোনার টিকা নিয়েও প্রশ্ন করা হয় সচিব আবদুল মান্নানকে। তিনি বলেন, সর্বশেষ যেসব দেশ টিকা নিয়ে কাজ করছে তাদের সঙ্গেই যোগাযোগ করছে সরকার। বর্তমানে নয়টি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যে পাঁচটির সঙ্গেই সরকারের যোগাযোগ চলছে।
চীনের সিনোভ্যাকের টিকার ট্রায়াল দেশে কবে শুরু হবে— এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, এটি অবিলম্বে শুরু হবে। চীন একটু সময় নিচ্ছে। টিকা পাওয়ার জন্য সরকার আলাদা অর্থের বরাদ্দ রেখেছে। টিকা পাওয়ার ক্ষেত্রে চিকিৎসকসহ ফ্রন্টলাইনে যারা আছেন তারা অগ্রাধিকার পাবে। এটা তারা বিনা মূল্যে পাবে।