গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গতকাল রোববার ইমরান হোসেন প্রামাণিক হত্যা মামলার আসামি জাহাঙ্গীর সরদারকে (২৫) গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়ার বাসিন্দা। থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি দৌলতদিয়া ইউনিয়নের চর করনেশন এলাকার দুর্গম বালুর চর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ইমরানের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইমরানের মা ফিরোজা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার আরেক আসামি রাকিব প্রামাণিকের তথ্য ধরে জাহাঙ্গীরকে দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি