চকরিয়ায় দুই মাদকসেবীকে সাজা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের রাখাইনপাড়া থেকে দুই মাদকসেবীকে আটকের পর এক মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম তাঁর কার্যালয়ে এ সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন বরইতলী এলাকার দীন মোহাম্মদের ছেলে মো. হাসান (২৭) ও হারবাং এলাকার মো. ইসমাঈলের ছেলে মো. ইলিয়াছ (২৪)।