চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, আশ্বাসে প্রত্যাহার
বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত নগরের বায়েজিদ বোস্তামী হাটহাজারী সড়কের পলিটেকনিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে তাঁরা সড়ক থেকে সরে যান।
এদিকে হঠাৎ সড়ক অবরোধে যানজটের সৃষ্টি হয় বায়েজিদ–অক্সিজেন সড়কে। দুই পাশে বিভিন্ন যানবাহনে আটকা পড়ে শত শত যাত্রী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, পলিটেকনিক এলাকায় আনোয়ারা গার্মেন্টস নামের একটি কারখানার শ্রমিকদের গত মাসের বেতনের অর্ধেক বকেয়া ছিল। বেতনের সে টাকা না পেয়ে হঠাৎ বেলা একটার দিকে শ্রমিকেরা রাস্তায় নেমে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে কাল মঙ্গলবারের মধ্যে বেতনের টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এরপর শ্রমিকেরা সড়ক থেকে সরে পড়লে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারী শ্রমিকদের একজন মোহাম্মদ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, গত এপ্রিল মাসের বেতনের অর্ধেক তাঁরা এখনো পাননি। বারবার দেওয়া হবে বলা হলেও দেওয়া হচ্ছে না। এ জন্য তাঁরা রাস্তায় নামেন। বেতনের টাকা পাওয়ার আশ্বাস পাওয়ায় তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।
যানজটে আটকে পড়া ফটিকছড়ির বাসিন্দা জুবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, ফটিকছড়ি যাওয়ার জন্য বাসে অক্সিজেন মোড়ে যাচ্ছিলেন তিনি। পলিটেকনিক এলাকায় শ্রমিকেরা অবরোধ করায় প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে থাকেন তাঁরা। এভাবে রাস্তার দুই পাশে শত শত যাত্রী আটকা থাকে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে, যানজট নেই।