চট্টগ্রাম ভারতফেরত রোগীর মৃত্যু

করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারিছবি: রয়টার্স

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভারতফেরত এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্য শিলব্রত বড়ুয়া প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি ব্রেইন টিউমারে আক্রান্ত। সম্প্রতি ভারতে চিকিৎসা নিতে যান।

ভারতে করোনা মহামারি শুরুর পর মৃত্যুর চলছে
ছবি: এএফপি ফাইল ছবি

ভারতে চিকিৎসা শেষে গত শুক্রবার কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। তখন কোভিড পরীক্ষা করা হলে তার ফল নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থা গুরুতর হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য শনিবার সকাল ছয়টায় চমেক হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন


চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের কর্তব্যরত একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ব্রেইন টিউমারের কারণে রোগীর শারীরিক জটিলতা ছিল। তবে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।