চলছে ১০ম যৌথ ইন্দো-বাংলা মহড়া ‘সম্প্রীতি’

চলছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ মহড়া ‘সম্প্রীতি’ এর ১০ম পর্বছবি: সংগৃহীত

চলছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ মহড়া ‘সম্প্রীতি’ এর ১০ম পর্ব। গত রোববার থেকে যশোরে অনুষ্ঠিত এই মহড়া চলবে আগামী ১৬ জুন পর্যন্ত।

প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে এই মহড়া পরিচালনা করে। ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে এই মহড়ার আয়োজন করা হয়ে থাকে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই মহড়ার কেন্দ্রবিন্দু হলো সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতা বিরোধী, মানবিক সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম।

‘এক্সারসাইজ সম্প্রীতি’ এর এই সংস্করণে অংশ নিতে ১৭০ সদস্যের একটি কন্টিনজেন্ট গত শনিবার (৪ জুন) যশোর পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মহড়া চলাকালে দুই দেশের সেনাবাহিনী যৌথভাবে শহর ও গ্রামাঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা পদ্ধতি প্রদর্শন করবে। পাশাপাশি এই প্রদর্শনীতে উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং এলাকা অনুযায়ী দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মতো বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে।