চলে গেলেন চিত্র পরিচালক ইবনে মিজান
চিত্রপরিচালক ইবনে মিজান (৮০) না ফেরার দেশে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
ইবনে মিজান ১৯৬৪ সালে আওর গাম নেহী নামে উর্দু চলচ্চিত্র নির্মাণ করে পা রাখেন চলচ্চিত্র অঙ্গনে। তবে ছবিটি মুক্তি পায়নি। পরের বছর নির্মাণ করেন রূপবান। চলচ্চিত্রটির ব্যাপক সাফল্যের পর নির্মাণ করেন আবার বনবাসে রূপবান। তারপর একে একে নির্মাণ করেন একমুঠো ভাত, নিশান, রাখাল বন্ধু, লাইলি মজুন নামের চলচ্চিত্রগুলো। লোককাহিনি-নির্ভর ছবিতে ধীরে ধীরে নিজের আসন পোক্ত করেন তিনি। পরে সামাজিক ও অ্যাকশনধর্মী ছবি নির্মাণেও হাত দেন। তাঁর নির্মিত ছবিগুলোর তালিকায় আছে বাঁশের কেল্লা, চন্দন দ্বীপের রাজকন্যা, পাতালপুরীর রাজকন্যা, আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী, শহীদ তিতুমীর, নাগিনীর প্রেম, ডাকু মনসুর, জিঘাংসা, দুই রাজকুমার, বাহাদুর, তাজ ও তলোয়ার, নাগ নাগিনীর প্রেম, বাগদাদের চোর, রাজকুমারী, রাজ নর্তকী, বসন্তমালতি, বাহাদুর, নওজোয়ান প্রভৃতি।
ইবনে মিজান ১৯৩৭ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে চলচ্চিত্রাঙ্গন ছেড়ে সপরিবারে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান।