ছাত্রসংগঠন নিয়ন্ত্রণ করুন, রাজনৈতিক দলগুলোকে অধ্যাপক আনিসুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস মিলনায়তনে অধ্যাপক শেখ আবদুস সালামের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ড: একাল সেকাল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস মিলনায়তনে অধ্যাপক শেখ আবদুস সালামের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ড: একাল সেকাল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে বলতে হবে, ছাত্রসংগঠনগুলো নিয়ন্ত্রণ করুন। নইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘাত ও সন্ত্রাসের কেন্দ্রে পরিণত হবে।’

আজ বুধবার বেলা বেলা দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস মিলনায়তনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আবাসিক হলগুলোতে এবং কেন্দ্রে নির্বাচিত ছাত্রসংসদ ফিরিয়ে আনতে হবে। তাহলে তাঁরা ছাত্র-সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে নতুন করে প্রাণ দিতে পারবে। নানা ক্ষেত্রে ছাত্রদের চর্চা বাড়বে। এটাই হবে প্রথম কাজ।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিচর্চা হয় না। এটার একটা প্রধান কারণ হচ্ছে, হলগুলোতে ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ না থাকার কারণে এখানে উদ্যোগ নেওয়ার মতো কেউ নেই। আমাদের সময়ে ছাত্র সংসদ ছিল, ডাকসু ছিল, নির্বাচিত সংসদরে জবাবদিহি ছিল। তাদের নির্দিষ্ট একটা দায়িত্ব ছিল। এখন কে করবে? এই দায়িত্বটা কে নেবে?’

বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ খুবই জরুরি একটি বিষয় বলে মনে করেন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, এটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হবে। তবে এটিই বাস্তবতা। এটি ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড—কোনোটাই সম্মিলিতভাবে করার সুযোগ নেই।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘যেখানে আমাদের দায়িত্ব সংস্কৃতিচর্চা বিস্তৃত করা, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চর্চাটা স্থবির হয়ে আছে। সে জায়গাতে এত নিয়মকানুন, কে কোথায় অর্থ নিচ্ছেন এত হিসাব-নিকাশ না করে কাজ করতে হবে। আমরা নতুন প্রজন্মকে দোষ দিই। তারা বিভ্রান্ত। কিন্তু আমরা আমাদের দায়িত্ব কতটা পালন করেছি?’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ আবদুস সালামের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ড: একাল সেকাল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ১১ জন বিশিষ্ট লেখকের সাক্ষাৎকারের মাধ্যমে বইটিতে উঠে এসেছে বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ডের কথা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএএ) সভাপতি এ কে আজাদ বক্তব্য দেন।