জগৎজ্যোতি হত্যার বিচার দ্রুত করার দাবিতে বিক্ষোভ

সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জগৎজ্যোতি হত্যার বিচার চার বছরেও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বলেন, জগৎজ্যোতি ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবু চার বছরেও হত্যাকাণ্ডের বিচার না হওয়া উদ্বেগজনক। জগৎজ্যোতির পর গণজাগরণ মঞ্চের আরও কয়েকজন সংগঠক-লেখক হত্যাকাণ্ডের শিকার হন। এদের মধ্যে সিলেট নগরে খুন হন লেখক অনন্ত বিজয় দাশ। কিন্তু এসব হত্যার একটিরও বিচার শেষ হয়নি। এসব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।