জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্মরণ করা হলো ঐতিহাসিক ২ মার্চ। ১৯৭১ সালের এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে তৎকালীন ডাকসুর নির্বাচিত ছাত্রনেতাদের নেতৃত্বে হাজারো ছাত্র-জনতার সামনে প্রদর্শন করা হয়েছিল মানচিত্রখচিত লাল-সবুজের ওই পতাকা। দিবসটির স্মরণে গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলা ভবনের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা। পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলন দিবস কমিটি ২০১৬’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সবাই দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সংগীত গান। সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, এই পতাকা উত্তোলন ছিল মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস। এটি ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের এক অনন্য মাইলফলক। ভাষা আন্দোলনের শহীদ এবং মুক্তিযুদ্ধের অসংখ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে, তার অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারবে না।
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে এই সত্য প্রচার করতে হবে। সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা নাচ পরিবেশন করেন। আলোচনা সভায় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।