জামদানির হাট

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি জামদানির হাট। এই হাটে তাঁতিরা নিজেদের তাঁতে তৈরি জামদানি শাড়ি এখানে বিক্রি করেন। প্রতি বৃহস্পতিবার প্রায় এক কোটি টাকার শাড়ি কেনাবেচা হয় এই হাটে।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

রূপগঞ্জের তারাব এলাকায় জামদানি পল্লিতে বাহারি নকশার জামদানি শাড়ির হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

এই হাটে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও আসেন শাড়ি কিনতে ।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

এক ক্রেতা ব্যাগে করে পছন্দের শাড়ি কিনে নিয়ে যাচ্ছেন।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

কেনার আগে এভাবেই শাড়ি দেখছেন ক্রেতারা।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

ক্রেতাকে শাড়ি দেখাচ্ছেন এক বিক্রেতা।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

শাড়ি কেনার পর চলছে হিসাব-নিকাশ।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

এই হাট থেকে কম দানে জামদানি কিনে তা বেশি দামে বিক্রি হবে বিভিন্ন বিপণিবিতানে ।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

জামদানির কারুকাজ।