জাম্বিয়ার ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন সেনাপ্রধানের

জাম্বিয়া সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সামরিক কূটনীতি বিষয়ে বক্তব্য দেন।

জাম্বিয়া সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেছেন। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার জাম্বিয়ার ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে প্রশিক্ষণরত অফিসারদের সামরিক কূটনীতি ও এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এ ছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজান্ডোর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের স্টাফ কলেজসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের।

সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ মঙ্গলবার সকালে জাম্বিয়ার ন্যাশনাল সার্ভিসের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল নাথান মুলেঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মুলেঙ্গা জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন কার্যক্রম এবং যুবসমাজের উন্নয়নে বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের সেনাপ্রধানকে অবহিত করেন।

জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম ও জাতীয় উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়ে অবহিত করেন। একই সঙ্গে তিনি জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের প্রতিনিধিদলকে বাংলাদেশ আর্মির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন ইত্যাদি বিষয়ক অনুশীলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের একটি ইউনিট পরিদর্শন করেন।

জেনারেল আজিজ আহমেদ সফর শেষে বুধবার রাতে জাম্বিয়া ত্যাগ করে বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন