২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর পাঠকদের জন্য অনলাইন কুইজের আয়োজন করা হয়েছে। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন ১০ লাখ টাকার পুরস্কার।
আগামীকাল ৪ নভেম্বর থেকে ১০ দিনব্যাপী প্রতিদিন রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কুইজে অংশ নিতে হবে। ২০টি কুইজের সঠিক উত্তর বাছাই করার জন্য ১০ মিনিট সময় পাওয়া যাবে।
ইতিমধ্যে অনেকেই নিজেদের নিবন্ধন করেছেন। কুইজের লিংকে গিয়ে নিবন্ধন করা যায়। এ জন্য একটি বৈধ ই-মেইল ঠিকানা থাকলেই হবে। নিবন্ধনের পর কুইজ পোর্টাল থেকে প্রতিদিনের কুইজে অংশ নেওয়া যাবে।
আগামীকাল ৪ নভেম্বর থেকে ১০ দিনব্যাপী প্রতিদিন রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কুইজে অংশ নিতে হবে। ২০টি কুইজের সঠিক উত্তর বাছাই করার জন্য ১০ মিনিট সময় পাওয়া যাবে।
প্রথম পর্বে প্রতিদিন ১০ জন বিজয়ী পাবেন মোট ৫০ হাজার টাকার গিফট চেক। প্রথম পর্বের ১০ দিনের কুইজের সেরা ২০ জনকে নিয়ে অনলাইন জুম প্ল্যাটফর্মে সেমিফাইনাল হবে ১৫ নভেম্বর। সেমিফাইনালের বিজয়ী ১০ জনের জন্য থাকছে মোট ১ লাখ টাকার গিফট চেক। সেমিফাইনালের ১০ বিজয়ী ১৭ নভেম্বর ঢাকায় প্রথম আলো কার্যালয়ে ফাইনাল কুইজে অংশ নেবেন।
নিবন্ধন ও অংশ নিতে লগইন করতে হবে এই কুইজ পোর্টালে: prothomalo. com/event/quiz/index. html
ফাইনালে প্রথম স্থান অধিকারী ২ লাখ টাকার গিফট চেক, দ্বিতীয় স্থান অধিকারী ১ লাখ ২০ হাজার টাকার গিফট চেক ও তৃতীয় স্থান অধিকারী পাবেন ৮০ হাজার টাকার গিফট চেক।
নিবন্ধন ও অংশ নিতে লগইন করতে হবে এই কুইজ পোর্টালে: prothomalo. com/event/quiz/index. html
কুইজ–সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রথম আলোর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।