জেএমবির দুই শীর্ষস্থানীয় নেতার স্ত্রী নুরুন্নাহার ও আসমা ফের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ—জেএমবির শীর্ষস্থানীয় নেতা সাইদুর রহমানের দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার, শ্যালক মোকতাসিম বিল্লাহর স্ত্রী আসমাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নুরুন্নাহার ও আসমাকে তিন দিনের রিমান্ড শেষে হাজির করে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সবুজবাগ থানার পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, জেএমবি প্রধান সাইদুর রহমানের স্ত্রী নুরুন্নাহার এবং শ্যালকের স্ত্রী আসমা জঙ্গি সংগঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যে যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জেএমবির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসী কাজে মদদ এবং অর্থ সংগ্রহের বিষয়ে তথ্য দিয়েছেন। জঙ্গি তত্পরতায় জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারের বিষয়ে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।১ নভেম্বর রাজধানীর সবুজবাগ এলাকায় ভাড়া বাসা থেকে নুরুন্নাহার ও আসমাকে গ্রেপ্তার করে র্যাব-৩। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে র্যাবের উপপরিচালক মনির হোসেন সবুজবাগ থানায় মামলা করেন।