জেনে নিন আপনার এলাকার স্কুল
ঢাকা মহানগর এলাকায় অবস্থিত ৩৫টি সরকারি মাধ্যমিক (প্রাথমিক স্তর সংযুক্তসহ) বিদ্যালয়ের জন্য থানাভিত্তিক ‘সেবা অঞ্চল’ চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। নিচে যে বিদ্যালয় যে সেবা অঞ্চলে পড়েছে তার তালিকা:
‘এ’ গুচ্ছ
এ গুচ্ছে পড়েছে ১২টি বিদ্যালয় (এর বাইরে একটি বিদ্যালয়ের ফিডার শাখাকেও একটি বিদ্যালয় হিসেবে ধরা হয়েছে)। এই গুচ্ছের বিদ্যালয়গুলো মধ্যে ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সেবা অঞ্চল হলো ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, কলাবাগান, হাজারীবাগ ও লালবাগ থানা। তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শাহবাগ, কলাবাগান, রমনা, গুলশান ও শেরেবাংলা নগর থানা। মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো শাহজাহানপুর, মতিঝিল, রমনা, পল্টন, সবুজবাগ ও খিলগাঁও। খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো সবুজবাগ, রামপুরা, মুগদা ও খিলগাঁও থানা। নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো সূত্রাপুর, বংশাল, ওয়ারী ও কোতোয়ালি থানা। নিউ গভ. গার্লস হাইস্কুলের সেবা অঞ্চল হলো বংশাল, কোতোয়ালি, চকবাজার ও লালবাগ থানা। ইসলামি সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো কোতোয়ালি, সূত্রাপুর, গেন্ডারিয়া ও বংশাল থানা। ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো ধানমন্ডি, হাজারীবাগ, মোহাম্মদপুর, কলাবাগান ও নিউমার্কেট থানা। রূপনগর সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো রূপনগর, পল্লবী ও আশুলিয়া থানা। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সেবা অঞ্চল হলো লালবাগ, নিউমার্কেট, রমনা ও চকবাজার থানা। উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেবা অঞ্চল হলো উত্তরখান, বিমানবন্দর, তুরাগ, আশুলিয়া, দক্ষিণখান, উত্তরা পশ্চিম থানা। কামরাঙ্গীরচরে অবস্থিত শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেবা অঞ্চল হলো কামরাঙ্গীরচর ও লালবাগ থানা।
এ ছাড়া মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ফিডার শাখার সেবা অঞ্চল ধরা হয়েছে মোহাম্মদপুর, আদাবর ও ধানমন্ডি থানা এলাকা।
‘বি’ গুচ্ছ
বি গুচ্ছে ১২টি (এই গুচ্ছেও একটি বিদ্যালয়ের ফিডার শাখাকে একটি বিদ্যালয় হিসেবে ধরা হয়েছে) বিদ্যালয়ের মধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ ও রমনা থানা। নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো গেন্ডারিয়া, ওয়ারী, সূত্রাপুর ও যাত্রাবাড়ী থানা। গভ. মুসলিম হাইস্কুলের সেবা অঞ্চল হলো সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল ও গেন্ডারিয়া থানা। বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চলও ধরা হয়েছে কোতোয়ালি, বংশাল, গেন্ডারিয়া ও সূত্রাপুর থানাকে।
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, কাফরুল ও তেজগাঁও থানা। সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের সেবা অঞ্চল হলো তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শাহবাগ, কলাবাগান ও শেরেবাংলা নগর থানা। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা। মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা। ডেমরার হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেবা অঞ্চল হলো ডেমরা ও শ্যামপুর থানা। উত্তরায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেবা অঞ্চল হলো বনানী, দক্ষিণখান, উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানা। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো যাত্রাবাড়ী, শ্যামপুর, গেন্ডারিয়া ও কদমতলী থানা। দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেবা অঞ্চল হলো দারুসসালাম, শাহ আলী ও মিরপুর থানা। এ ছাড়া ‘বি’ গুচ্ছে রাখা ধানমন্ডি গভ, বয়েজ হাইস্কুলের ফিডার শাখার সেবা অঞ্চল হবে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা।
‘সি’ গুচ্ছ
সি গুচ্ছে ১১টি বিদ্যালয়ের মধ্যে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সেবা অঞ্চল হবে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা। আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো বংশাল, কোতোয়ালি, চকবাজার ও লালবাগ থানা। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, কাফরুল ও তেজগাঁও থানা। টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো মতিঝিল, ওয়ারী সূত্রাপুর, যাত্রাবাড়ী ও সবুজবাগ থানা।
তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শাহবাগ, কলাবাগান, গুলশান ও শেরেবাংলা নগর থানা।
ঢাকা কলেজিয়েট স্কুলের সেবা অঞ্চল হলো কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল, গেন্ডারিয়া ও ওয়ারী থানা। গণভবন সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, কাফরুল, তেজগাঁও ও কল্যাণপুর। মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো মিরপুর, দারুসসালাম ও শাহ আলী থানা। হাজারীবাগে অবস্থিত শহীদ শেখ রাসেল সরকারি উচ্চবিদ্যালয়ের সেবা অঞ্চল হলো হাজারীবাগ, লালবাগ ও কামরাঙ্গীরচর থানা। ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেবা অঞ্চল হলো কাফরুল, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক। মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেবা অঞ্চল হলো মোহাম্মদপুর, আদাবর ও ধানমন্ডি। এ ছাড়া খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের ফিডার শাখার জন্য সেবা অঞ্চল ঠিক করা হয়েছে খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও মুগদা থানা।