জোসনা উৎসব

রাজবাড়ী একাডেমির উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে নাচ, গান, আবৃত্তি ও নৌ-ভ্রমণের মধ্য দিয়ে জোসনা উৎসব উদ্যাপিত হয়েছে। গোধূলিলগ্ন থেকে উৎসবে যোগ দিতে সবাই একে একে জমা হয় শহরের অদূরে পদ্মা নদীর মৌলভির ঘাটে। সেখান থেকে একটি বড় নৌকায় সন্ধ্যা সাতটায় রওনা দেয়। নৌকা ভাসতে থাকে আর সেই সঙ্গে চলে গান, নাচ ও কবিতা আবৃত্তি।  রাজবাড়ী প্রতিনিধি