টেকনাফে একটানে জালে উঠল ৬ লাখ টাকার মাছ

টেকনাফের শাহপরীর দ্বীপের এক জেলের টানা জালে ছয় লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ে। আজ সোমবার সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতেছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের এক জেলের টানা জালে আটকা পড়েছে ছয় লাখ টাকার ছোট-বড় বিভিন্ন রকমের প্রচুর মাছ। জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে। এসব মাছ একনজর দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছেন।
আজ সোমবার সকাল ১০টার সময় শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে এ ঘটনা ঘটে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মোহাম্মদ কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে।

সরেজমিনে দেখা যায়, জেলেদের টানা জালে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় ৩০০ মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকিমহালে।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে মোহাম্মদ কলিম উল্লাহ জানান, একটানে তাঁর জালে ছয় লাখ টাকার মাছ উঠেছে। রোববারও চার লাখ টাকার মাছ পেয়েছিলেন। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ এ বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছেন।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সাগরের মাছের পরিমাণ প্রচুর বেড়েছে। তাই জেলেদের জালে এসব মাছ ধরা পড়েছে। অবশ্যই এটা আনন্দের সংবাদ।