ঠাকুরগাঁওয়ে মন্দিরের প্রাধান্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁর নাম ফুল বাবু (২৭)। একটি মন্দিরে প্রাধান্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।জানা যায়, প্রায় ১০০ বছর আগে এলাকার জমিদার বর্ধামনি চৌধুরাণী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ ও ভাতগাঁও মৌজায় শ্রীশ্রী রসিক রায় জিউ মন্দিরটি নির্মাণ করেন। মন্দির পরিচালনার জন্য তিনি ৮১ একর সম্পত্তি দান করেন। সম্প্রতি মন্দিরের আয়-ব্যয় নিয়ে সেবায়েত ফুলেনচন্দ্র রায়ের সঙ্গে গ্রামবাসীর ভুল বোঝাবুঝি হয়। একপর্যায়ে ইস্কন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) এই মন্দির পরিচালনার দায়িত্ব নেয়। সেই থেকে ওই এলাকায় দুটি পক্ষের সৃষ্টি হয়। গত ১১ সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন নিয়ে এক সভায় মন্দিরের দায়িত্ব পূজা উদ্যাপন কমিটি চায়। কিন্তু ইস্কন তা দিতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে ইস্কন ভক্তদের উত্তেজনা চরম আকার ধারণ করে। গতকাল শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে পূজা উদ্যাপন পরিষদের ফুল বাবু মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ইন্দনাথ রায় জানান, তাঁরা এ ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা করেছেন।