ডিইউডিএসের মডারেটর প্যানেল চূড়ান্ত

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) মডারেটর প্যানেল চূড়ান্ত হয়েছে। আজ সোমবার (২৭ মে) ডিইউডিএসের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান চার সদস্যের মডারেটর প্যানেল চূড়ান্ত মনোনয়ন দেন।

ডিইউডিএসের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে মডারেটর প্যানেল উপস্থাপন করে ডিইউডিএস কার্যকরী কমিটি। এদিন ডিইউডিএস কার্যকরী কমিটির প্রস্তাবিত মডারেটর প্যানেল চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন উপাচার্য।

মডারেটর প্যানেলের প্রধান বা চিফ মডারেটর হয়েছেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটিজ স্টাডিজের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিন। অপর তিন মডারেটর হলেন যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদারুল আলম ও আরবি বিভাগের প্রভাষক মেহেদী হাসান।

ডিইউডিএসের চার সদস্যের মডারেটর প্যানেল চূড়ান্ত অনুমোদন করেছেন ডিইউডিএসের প্রধান পৃষ্ঠপোষক ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান।
ডিইউডিএসের চার সদস্যের মডারেটর প্যানেল চূড়ান্ত অনুমোদন করেছেন ডিইউডিএসের প্রধান পৃষ্ঠপোষক ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান।