প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
ডিভি ভিসা লটারির জন্য বাংলাদেশিদের সুযোগ নেই
লটারির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে ডিভি লটারির কোনো সুযোগ নেই। আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতেও এই সুযোগ না-ও আসতে পারে।
গতকাল দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে। মার্কিন দূতাবাসের তথ্য কর্মকর্তা ন্যান্সি ভ্যানহর্নও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ডিভি প্রোগ্রাম বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে। এরপরও অনেকে এর নামে প্রতারিত হচ্ছেন। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গোর্লে। তিনি বলেন, ‘প্রায় সময়ই আমরা শুনি ওমুক ডিভি লটারি জিতেছে। এমনকি আমিও এই ধরনের মেইল পাই। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াতি সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়। এরপর এলিজাবেথ গোর্লে বলেন, ‘ভিসা আবেদনকারীদের জন্য আমরা এই প্রচারণা শুরু করলাম। এই বার্তাটি খুবই সহজ। ভিসা আবেদনে যা সত্যি তা-ই বলুন। নিজে আবেদনপত্র পূরণ করুন। দয়া করে কোনো মিথ্যা তথ্য দেবেন না। আর কীভাবে ভিসা আবেদনের তথ্য পাবেন, সেটা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া আছে। ফেসবুক পেজেও আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে।
ব্লগার বা ভিন্নমতাবলম্বীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে গোর্লে বলেন, ‘বাংলাদেশে থাকা কাউকে তো রাজনৈতিক আশ্রয় দেওয়া যায় না। রাজনৈতিক আশ্রয় পেতে হলে অন্য কোনো দেশে থাকা কোনো বাংলাদেশি আবেদন করতে পারেন।’