মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিহত
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার শেওড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বাইসাইকেল আরোহী।
নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম ওরফে রনি (২৮)। তিনি একটি প্রতিষ্ঠানের হয়ে বাসাবাড়িতে পণ্য বিক্রি করতেন।
আমিনুল পরিবার নিয়ে রাজধানীর কল্যাণপুরে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুরে। তাঁর বাবার নাম নাসির আহমেদ।
ক্যান্টনমেন্ট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আজ প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শেওড়ায় একটি বাইসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল থেকে আরোহী আমিনুল ছিটকে রাস্তায় পড়ে আহত হন।
এসআই আসাদুজ্জামান আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমিনুলকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
অবস্থার অবনতি হলে আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ ভোর সোয়া পাঁচটার দিকে তিনি মারা যান বলে জানায় পুলিশ।