ঢাকা-কায়রো ফ্লাইট চালু করছে ইজিপ্ট এয়ার
১ নভেম্বর থেকে ঢাকা–কায়রো আকাশপথে নিয়মিত ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে মিসরের রাষ্ট্রীয় এয়ারলাইনস ইজিপ্ট এয়ার। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা-কায়রো-ঢাকা গন্তব্যে সপ্তাহে দুটি করে ফ্লাইট চালুর ঘোষণা দেয় সংস্থাটি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মিসর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হাইথাম গোবাসি বলেন, মিসর সম্পূর্ণ নিরাপদ। কায়রোর বিমানবন্দরে যাত্রীদের করোনা টেস্টের জন্য আরটিপিসিআর পরীক্ষাগার আছে। এ ছাড়া দেশের সবাইকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটির হোটেলগুলো বর্তমানে ৫০ শতাংশ অতিথি নিয়ে পরিচালিত হচ্ছে। মিসরীয় আতিথেয়তা, বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য দেশটি ভ্রমণে বাংলাদেশি যাত্রী ও পর্যটকদের আকৃষ্ট করবে।
বাংলাদেশে ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট অ্যালো ঢাকা এভিয়েশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা সৈয়দ আলী সামী অনুষ্ঠানে বলেন, ঢাকা থেকে কায়রো যেতে সাত ঘণ্টা সময় লাগবে। ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট শুরুর মাধ্যমে যোগাযোগ শুরু হলে বিভিন্ন অংশীজনের মধ্যে বিশাল সুযোগের দ্বার উন্মোচিত হবে। মিসর ছাড়াও ইউরোপ ও উত্তর আমেরিকায় যাত্রীরা যেতে পারবেন।
সৈয়দ আলী সামী জানান, বর্তমানে বাংলাদেশ থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হলেও ভবিষ্যতে এয়ারলাইনসটির পক্ষ থেকে সপ্তাহে সাত দিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাঁদের।
অনুষ্ঠান থেকে বলা হয়, মিসরের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ শুরু হবে এ উদ্যোগের মাধ্যমে। ফলে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা ও কার্গো পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে। মিসরের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবেন এবং পর্যটকেরা মিসরের বহুমুখী পর্যটনের সুবিধা ভোগ করবেন।
অনুষ্ঠান থেকে বলা হয়, ইজিপ্ট এয়ার এয়ারলাইনসটির বর্তমানে ৬৯টি উড়োজাহাজ আছে। এয়ারলাইনসটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার ৮০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।