তিন জেলাকে ‘বন্যাদুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জালালাবাদ সংস্কৃতি ফোরামের মানববন্ধনছবি: জহির রায়হান

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাকে ‘বন্যাদুর্গত অঞ্চল’ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় বসবাস করা এসব এলাকার বাসিন্দারা।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনের আয়োজক জালালাবাদ সংস্কৃতি ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি বানের পানিতে ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে গবাদিপশু, হাঁস-মুরগি। বানভাসিদের ঘরে খাবার নেই। সেখানে এক চরম দুর্যোগ দেখা দিয়েছে।

বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যব্যবস্থার চরম অবনতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তাঁরা বলেন, বিশুদ্ধ পানির অভাবে নানা রকম পানিবাহিত রোগ বেড়ে চলছে।

চিকিৎসার অভাবে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় ত্রাণসামগ্রী বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। এ অবস্থায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানো দরকার। সরকারসহ দেশের বৃত্তবান নাগরিকদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো উচিত।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জালালাবাদ সংস্কৃতি ফোরামের আহ্বায়ক জয়ন্ত কুমার দেব। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, সদস্যসচিব ইমন খান, মেনন চৌধুরী, কামরুল হাসান তরফদার প্রমুখ।