তিন মাস পর বাগেরহাটে শনাক্ত ১০ শতাংশের নিচে

বাগেরহাটে ধীরে ধীরে করোনা সংক্রমণের হার ও ভর্তি রোগীর চাপ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমণ নেমেছে ৯ শতাংশে। এই সময়ে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত ৮ দশমিক ৮২ শতাংশ, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

বাগেরহাটে করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৮ জনের। সোমবার পর্যন্ত বাগেরহাটে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৮ জন।

বাগেরহাটে গত ৩০ মে থেকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা দেখা যায়। প্রথমে মোংলা উপজেলায় শনাক্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে। পরে আশপাশের উপজেলায় তা ছড়িয়ে পড়ে। ওই সময়ে আক্রান্ত রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছিল স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর তিন–চার মাস ধরে বাগেরহাটের পরিস্থিতি খুব খারাপ অবস্থায় ছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত ছিল ৭০ শতাংশের মতো। এক মাস ধরে সংক্রমণের হার কমছে। আজ সোমবার শনাক্তের হার তিন মাসের মধ্যে সবচেয়ে কম।

হাসপাতালে এখন ভর্তি রোগীরও চাপ অনেক কম জানিয়ে সিভিল সার্জন বলেন, একটা সময় ৫০ শয্যার বিপরীতে ৭৮–৮০ জন রোগী ভর্তি থাকছিলেন। এখন তা নেমে ১৩ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের ফলে জেলায় সংক্রমণের হার নিম্নমুখী হয়েছে।