দাউদকান্দিতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই রাবেয়া সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম কামাল উদ্দিন (৩৮)। তিনি ঢাকার খিলগাঁওয়ে থাকতেন এবং চাকরি করতেন।
আজ শনিবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলীমুল আজাদী প্রথম আলোকে বলেন, কামাল উদ্দিন দাউদকান্দির গৌরীপুর এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। মোটরসাইকেল নিয়ে ঢাকায় ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর কামাল উদ্দিনের লাশ ও মোটরসাইকেল রাতেই উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।